নাটোরে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৭, ১৯:০১

ম্যানেজিং কমিটির সদস্য দ্বারা শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এসআই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- মাধনগর এসআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাইদ মৃধা, সহকারী শিক্ষক কামরুল ইসলাম, মোশারফ হোসেন, উত্তম কুমার, আ. ওয়াদুদ, আবুল হোসেন, মাছুমা পারভিন, নাছিমা পারভিন, দশম শ্রেণির ছাত্র রাব্বী সরদার, নবম শ্রেণীর ছাত্র রাগীব ইসলাম, অশিক হোসেন প্রমুখ।

মাধনগর এসআই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম জানান, রবিবার দোলযাত্রার ছুটির দিনে প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে বিজ্ঞান শিক্ষক আক্কাছ আলী অফিস কক্ষে বসে কাজ করছিলেন।এসময় সকাল সাড়ে ৯টার দিকে ম্যানেজিং কমিটির সদস্য গিয়াস উদ্দিন মদ্যপ অবস্থায় স্কুলে গিয়ে প্রধান গেট খোলা কেন বলে ওই শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনা সোমবার শিক্ষার্থীরা জানতে পেরে তার প্রতিবাদে ওই ম্যানেজিং কমিটির সদস্য গিয়াস উদ্দিনের বিচার দাবিতে এ মানববন্ধন করে।

পরে ইউএনও শারমিন আক্তার জাহানের কাছে লিখিত অভিযোগ দিলে ম্যানেজিং কমিটির সদস্য গিয়াস উদ্দিনকে আটক করে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :