অপহরণের সাতদিন পর দুই স্কুলছাত্রী উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ মার্চ ২০১৭, ২০:৫০

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় অপহরণের সাতদিন পর দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার ফকিরপাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়জুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ফয়জুল ইসলাম দামুড়হুদা উপজেলার ফকিরপাড়ার মৃত মকছেদ আলীর ছেলে।

দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল বাকী জানান, গত ৭ মার্চ স্কুল থেকে নিখোঁজ হয় দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর দুইজন শিক্ষার্থী। ঘটনার পরদিন ওই দুই স্কুলছাত্রীর পিতা দামুড়হুদা মডেল থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন।

এরই সূত্র ধরে মোবইল ট্র্যাকিং-এর মাধ্যমে সোমবার দুপুরে উপজেলার ফকিরপাড়া এলাকা থেকে অপহৃত ওই দুই ছাত্রীকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফয়জুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পরে বিকালে দামুড়হুদা মডেল থানায় অপহৃত ওই দুই স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে পৃথক দুটি অপহরণ মামলা করেন।

মামলার অপর আসামি একই গ্রামের বদরুলের ছেলে আনিছুর পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৩মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :