পাবনায় আগুনে একজনের মৃত্যু, ১৫ ঘর পুড়ে ছাই

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৭, ১২:০৬

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রামে অগ্নিকাণ্ডে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে তিন জনের অন্তত ১৫টি ঘর ও ঘরের ভেতরে থাকা সব জিনিসপত্র। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্থরা। সোমবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, ওই গ্রামের আব্দুর সাত্তারের টিনের ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের আব্দুল কাদের ও ইদ্রিস আলীর বাড়িতে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। আগুনে তিন জনের প্রায় ১৫টি ঘর পুড়ে গেছে।

ওসি বলেন, ঘুমন্ত অবস্থায় ঘর থেকে বের হতে না পেরে পুড়ে মারা যায় সিদ্দিকুর রহমান নামের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি।

আগুনে ঘর ও ঘরের ভেতরে থাকা ধান, চাউল, পাট, আসবাবপত্র, নগদ টাকা, গহনা সবকিছু পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ তিন পরিবারের।

ক্ষতিগ্রস্থ আব্দুস সাত্তারের ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও দমকল বাহিনী।

(ঢাকাটাইমস/১৪মার্চ/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :