মির্জাপুরে মাদকসহ যুবলীগ নেতার দুই সহযোগী গ্রেপ্তার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৭, ১৯:১০

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবা বিক্রির সময় উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম সিকদারের দুই সহযোগিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ। এ সময় জিএস সেলিম ও তার অপর এক সহযোগি বাওয়ার কুমারজানী গ্রামের মৃত কামাল ফকিরের ছেলে আকবর আলী পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছেন।

মঙ্গলবার এ তথ্য জানান মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সী।

আটকরা হলো- উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের নাজিম উদ্দিনের ছেলে নাহিদ (৩৫) ও গোড়াই ইউনিয়নের কলিমাজানী গ্রামের আব্দুস সামাদের ছেলে রুবেল মিয়া (২৬)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মাদক বিক্রির অভিযোগে উপজেলা যুবলীগের আহবায়ক জিএস সেলিম সিকদারসহ চার জনের নামে মামলা হয়েছে। মির্জাপুর থানায় মামলা নং- ১০ তারিখ ১৩/৩/২০১৭। সেলিম সিকদারের বাড়ি সখিপুর উপজেলার হতিয়া গ্রামে। তার পিতার নাম কফিল উদ্দিন। বর্তমানে পরিবারসহ পৌর সদরের বাওয়ার রোড বসবাস করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানা উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মুন্সী জানান, উপজেলা যুবলীগের আহবায়ক সেলিম সিকদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সদরের বাওয়ার রোড এলাকায় অভিযান চালালে জিএস সেলিমসহ অপর একজন পালিয়ে যায়। এ সময় নাহিদ ও রুবেলকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন মামলার কথা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নেয়া হয়েছে। যতবড় নেতাই হোক মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকলে কাউকে ছাড় দেয়া হবে না।

(ঢাকাটাইমস/১৪মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :