ইন্দুরকানী উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

সৈয়দ মাহ্ফুজ রহমান, পিরোজপুর থেকে
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৭, ২০:২৫

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বেলুন ও ফেস্টুন উড়িয়ে ইন্দুরকানী উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেন জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সেখ। এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ “বাল্য বিবাহকে না বলুন” লেখা লাল কার্ড হাতে নিয়ে র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি ইন্দুরকানী এম.ইউ মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়।

উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন, আ.লীগের উপজেলা সভাপতি অ্যাড. মতিউর রহমান, জাতীয় পার্টি (জেপি) উপজেলা সভাপতি মো. আসাদুল কবির তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির, ইউপি চেয়ারম্যান হাওলাদার মো. মোয়াজ্জেম হোসেন, কবির হোসেন, গোলাম সরোয়ার বাবুল, ইন্দুরকানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো, মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা সোবাহান, নিকাহ রেজিস্ট্রার মো. গিয়াস উদ্দিন সেলিম প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত শিক্ষার্থীসহ সকলকে বাল্য বিয়ে না দেয়া ও না করার শপথ পাঠ করান। সভা শেষে উপজেলা পরিষদের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ইন্দুরকানী উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা করেন জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সেখ।

(ঢাকাটাইমস/১৪মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :