ফুটবলে মাতলেন কলাপাড়ার নারীরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মার্চ ২০১৭, ২২:১২

ফুটবলে মাতলেন পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ নারী ও কিশোরীরা। বাঁধভাঙা উচ্ছাসে শাড়ি আর বোরকা পড়ে ফুটবল নিয়ে দৌড়ে বেড়িয়েছেন সাড়া মাঠ।

নারীদের ফুটবল খেলা দেখে দর্শক ও আমন্ত্রিত অতিথিরাও মুগ্ধ।

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার এ খেলা হয়।

আভাসের উদ্যোগে বে- সরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইডের সহায়তায় উইমেন রেজিলিয়ান ইনডেক্স প্রকল্পের আওতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্থার সুবিধাভোগী দরিদ্র নারী ও কিশোরীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অশং নেয়া নারীরা জানান, শাড়ি পরিহিতা নারীরা চার দেয়ালেই এখন বন্দি নয়। নারীদের সমাজে অবদান রয়েছে। ক্রীড়ার মত শক্ত কাজে তারা সমান পারদর্শীতা দেখিয়েছে।

ফুটবল খেলায় আশং নেয় লাইলী বেগম ঢাকাটাইমসকে জানান, জীবনে কোনদিন ফুটবলে লাথি মারিনি। আজ সবার সামনে মাঠে খেলতে নেমে কিছুটা জড়তা, ভয়, লজ্জা, সংকোচ আমাদের সবার মধ্যেই কাজ করেছে।

তবে খেলা শুরু হওয়ার পর সব ভুলে গিয়েছি। এতে খুব আনন্দ পেয়েছি।

আত্মবিশ্বাসের বিজয়ী হাসি দিয়ে হাওয়া বেগম বলেন, খেলতে নেমে বুঝতে পারলাম এ খেলাতে দম লাগে।

আমরাও শাড়ি পরে দম নিয়ে খেলতে পারি। সুযোগ পেলে আমরা করতে পারি অনেক সামাজিক কাজ। রাখতে পারি সমাজে অবদান। করতে পারি দারিদ্রতাকে জয়।

সাবিতা বেগম বলেন, আমরা শুধু ঘর নয়, বাহিরও সামলে পারি। দুর্যোগ মোকাবেলায় বাড়ি গিয়ে সচেতনার বার্তা পৌঁছে দিয়ে আমরা নিজেদের সক্ষমতা প্রমাণ করেছি।

প্রধান অতিথি নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ বলেন, সমাজের অনাগ্রসর নারীদের নিয়ে আর্ন্তজাতিক নারী দিবসে একশন এইড, আভাসের এই ব্যাতিক্রমী আয়োজন নারীদের অগ্রসর হতে ব্যাপক অনুপ্রেরণা যোগাবে।

(ঢাকাটাইমস/১৪মার্চ/এসকেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :