গাইবান্ধায় মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

গাইবান্ধা (আঞ্চলিকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৭, ১৬:৫২

গাইবান্ধায় পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের সাত সক্রিয় সদস্যসহ আট জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের দেয়া তথ্যমতে, চুরি হওয়া চার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আটক মোটরসাইকেল চোরচক্রের সাত সদস্য হলেন- উপজেলার রাখালবুরুজ পশ্চিম কাজী পাড়া গ্রামের মো. মনজু মিয়া, কামারদহ পশ্চিম চাঁদপাড়া গ্রামের মো. আব্দুর রশিদ শেখর, মাগুড়া গ্রামের আব্দুল জলিল শেখ ওরফে জনি, রাখালবুরুজ কামার পাড়া গ্রামের মো. মধু মিয়া, রাখালবুরুজ কাজীপাড়া গ্রামের মো. শাহিন মিয়া, রাখালবুরুজ কাজীর চক গ্রামের মো. সাহেব মিয়া ও সিরাজগঞ্জের উল্যাপাড়া থানার শাহীখোলা গ্রামের আব্দুস সাত্তার।

এছাড়াও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রাম থেকে মেঘনাথ রবিদাসকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ ঢাকাটাইমসকে জানান, আটক ব্যক্তিরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন থেকে তারা গোবিন্দগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে সুকৌশলে মোটরসাইকেল চুরি করে আসছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারদের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে একটি লাল রঙের ১০০ সিসি কীওয়ে,একটি কালো রঙের ১০০ সিসি ডিসকভার ও ১০০ সিসি একটি জারাসহ তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান আসামিদের গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/১৫মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :