এফবিসিআই সভাপতির ৬৫তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৭, ১৮:৪৬

দেশের বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমেদের ৬৫তম জন্মদিন আজ।

শীর্ষ এই ব্যবসায়ীর হাত ধরে গড়ে উঠে নিটল-নিলয় গ্রুপ। এই গ্রুপটি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে।

জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মাতলুব আহমেদ বলেন, ‘নিটল-নিলয় গ্রুপ শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ছে এর কার্যক্রম। তিনি জানান, ইতিমধ্যে আফ্রিকার গাম্বিয়ায় একটি ব্যাংক খোলার জন্য চেষ্টা চালাচ্ছে নিটল-নিলয় গ্রুপ। এই ব্যাংক আফ্রিকার ১৬টি দেশে কার্যক্রম চালাবে বলে জানান তিনি। এ বিষয় একটি অনুমতিপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান এই ব্যবসায়ী নেতা।

মাতলুবের প্রতিষ্ঠান নিটল মোটরস ১৯৮১ সালে একটি ট্রেডিং প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। নব্বইয়ের দশকের শুরুতে ভারতের টাটা মোটরসের পণ্য আমদানি করে বাংলাদেশে বিক্রি শুরু করে প্রতিষ্ঠানটি। পরে দুই ছেলের নামে মাতলুব তার প্রতিষ্ঠানের নাম দেন নিটল-নিলয় গ্রুপ। বর্তমানে সিমেন্ট, কাগজ, চিনি, প্লাস্টিক, পর্যটন ও বিমাসহ বিভিন্ন খাতে এ গ্রুপের দশটি প্রতিষ্ঠান রয়েছে।

মাতলুবের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, তিনি অক্সফোর্ড থেকে অর্থনীতিতে মাস্টার্স করেছেন। তার স্ত্রী সেলিমা আহমাদ দীর্ঘদিন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃত্বে ছিলেন।

(ঢাকাটাইমস/১৫মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :