আগুনে দগ্ধ মহিলা দল নেত্রীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৭, ১৯:১১

নীলফামারীতে গায়ে আগুন ধরে গিয়ে দগ্ধ মহিলা দলের সদস্য আয়শা চান্দা চার দিন ভোগার পর মারা গেলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ৩৮ বছর বয়সী। শনিবার তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়।

আয়েশার বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ি সাদরা লেনে। তিনি বিএনপির নারী বিষয়ক সংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের সৈয়দপুর শাখার সদস্য ছিলেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীরুল ইসলাম জানান, চার দিন আগে ঘরে কয়েল থেকে আগুন ধরে যায় আয়েশার মশারিতে। ভেতরে তিনি ছিলেন এবং এক পর্যায়ে তার গায়ের আগুন ধরে।

গুরুতর আহত অবস্থায় আয়েশাকে প্রথমে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গত কয়েক দিনে চিকিৎসক কেবল তার যন্ত্রণা কমানোর চেষ্টাই করতে পেরেছিলেন। চিকিৎসকরা জানান, আগুনে আয়েশার শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল। এমন রোগীর বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে।

জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য ছিলেন আয়শা চান্দা। সৈয়দপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সমর্থনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন করে হেরে যান তিনি।

ঢাকাটাইমস/১৫মার্চ/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :