শিবচরে ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ আটক ২

প্রকাশ | ১৫ মার্চ ২০১৭, ১৯:৪০

ইমতিয়াজ আহমেদ, শিবচর (মাদারীপুর) থেকে

মাদারীপুরের শিবচরে অস্ত্র ঠেকিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্র্যাক’-এর ম্যানেজারের কাছ থেকে টাকা ছিনিয়ে  নেয়ার সময় দুই ডাকাত সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার দুপুরে নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলো- জাহিদ মাতুব্বর ও আজিজুর মাতুব্বর। এসময় আটককৃতদের কাছ থেকে একটি শার্টার গান ও ড্যাগার উদ্ধার উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বুধবার দুপুরে ব্রাকের শেখপুর ব্রাঞ্চ ম্যানেজার বিপুল কুমার কুন্ডু জেলার চরমপন্থি অধ্যুষিত নিলখী ইউনিয়নের চরকামারকান্দি এলাকা থেকে কিস্তির টাকা নিয়ে শেখপুর ব্রাঞ্চ অফিসে ফিরছিলেন।

এলাকার একটি নির্জন স্থানে আসলে ৪/৫ জনের সশস্ত্র একটি ডাকাতদল তার মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা লাঠি-সোটা নিয়ে ধাওয়া করে তাদের আটক করে।

এসময় স্থানীয় গ্রাম্য পুলিশ তাদের কাছ থেকে ১ টি শার্টার গান ও ১ টি ড্যাগার উদ্ধার করে। পরে খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ ডাকাতদের আটক করে থানায় নিয়ে আসে।

আর গুরুতর আহতাবস্থায় ব্রাক ম্যানেজার বিপুল কুমার কুন্ডুকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শিবচর থানায় মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫মার্চ/প্রতিনিধি/ইএস)