সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের ৩৬তম সাধারণ অধিবেশন

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১৫ মার্চ ২০১৭, ১৯:৫৬

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে ‘সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ’-এর ৩৬তম সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী এতে সভাপতিত্ব করেন।

সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের উপদেষ্টা শাহ্ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম আযীযুল হক এবং সেক্রেটারি জেনারেল একিউএম ছফিউল্লাহ্ আরিফসহ ২০টি সদস্যব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং শরিয়াহ্ সুপারভাইজরি কমিটি/কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যসচিব/সচিবরা এই সভায় উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশে ইসলামি ব্যাংকিংয়ে শরিয়াহ্ পরিপালনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তাছাড়া সেন্ট্রাল শরিয়াহ বোর্ডের ২০১৬ সালের বার্ষিক আয়-ব্যয়ের ব্যালেন্স শিট ও অডিট রিপোর্ট, ২০১৭ সালের বার্ষিক কর্মপরিকল্পনা এবং আয়-ব্যয় বাজেট অনুমোদিত হয়। বোর্ডের সদস্যপ্রতিষ্ঠানসমূহের সৌজন্যে বাংলাদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ইসলামিক ব্যাংকিং চেয়ার’ প্রতিষ্ঠার সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- আরাস্তু খান, সাঈদুর রহমান, রূমি এ হোসেন, আফজালুর রহমান, মোহাম্মদ হায়দার আলী মিয়া, সৈয়দ ওয়াসেক মো. আলী, মোহাম্মদ শামস্-উল ইসলাম, সহিদ হোসেন, শফিকুল আলম, মামুন-উর-রশিদ, এ কে এম শহীদুল হক, মুফতি আব্দুল হালীম বুখারী, মাওলানা মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুফতি সাঈদ আহমাদ মুজাদ্দেদী, মুফতি ডক্টর মুহাম্মদ আব্দুল্লাহ, ড. মোহাম্মদ আবদুস সামাদ, মুহাম্মদ শাহজাহান, মাওলানা এম শামাউন আলী, মাওলানা শাহ্ ওয়ালী উল্লাহ্, মুফতী ডক্টর মোহাম্মদ হারুন রশিদ, শহুদ আহমাদ, আবু জাফর মো. সাইখুল ইসলাম, এএসএম ফাসিউল ইসলাম, মো. সিরাজুল হক, মুহম্মদ উল্লাহ, এম. এ. রউফ, মো. আব্দুল্লাহ শরীফ, এ. এন. এম. নুরুন্নবী, মো. আব্দুর রহীম খান, আহমাদ উল্লাহ, মুফতি মুজাহিদ হুসাইন ইয়াসীন, সানিয়াত রহমান, মো. আলী রেজা এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ ও সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডের গবেষক ও কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/১৫মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

জনতা ব্যাংকের ম‌্যানেজার্স ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে স্থানান্তরিত হলো ন্যাশনাল ব্যাংক ডিজাস্টার রিকভারি সাইট

ইসলামী ব্যাংকের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

টেকসই প্রবৃদ্ধি অর্জন করছে ওয়ালটন, মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা

মিনিস্টারের শতকোটি টাকার ঈদ উপহার জিতে আনন্দিত ক্রেতারা 

সোশ্যাল ইসলামী ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

জনতা ব্যাংকের অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

একঝাঁক তরুণকে নিয়ে বেসিস নির্বাচনে সোহেলের টিম স্মার্ট

হজযাত্রীদের উপহারসামগ্রী প্রদান করল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

বরিশালের বাবুগঞ্জের আগরপুরে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :