মেহেরপুরে কৃষক অপহৃত

মেহেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ মার্চ ২০১৭, ০৮:৫৮
অ- অ+

মেহেরপুরের গাংনী থেকে এক কৃষককে অপহরণ করা হয়েছে। তার নাম মোশারেফ হোসেন। বুধবার সন্ধ্যায় উপজেলার পল্লী চক কল্যাণপুর গ্রামের মাঠে কাজ করা অবস্থায় তাকে অপহরণ করা হয়।

অপহৃত মোশারেফ হোসেন গাংনীর চককল্যানপুর গ্রামের আজির উদ্দীনের ছেলে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে পুলিশের একটি বিশেষ দল অপহৃতকে উদ্ধারে কাজ করছে বলে জানায় পুলিশ।

জানা গেছে, গাংনীর চক কল্যাণপুর গ্রামের মোশারেফ হোসেন স্যালোমেশিন দিয়ে একই গ্রামের আলফাজ হোসেনের ঘাস ক্ষেতে সেচ দিচ্ছিলেন। এসময় কয়েকজন অপহরক দলের সদস্য তাদের দেশীয় অস্ত্রের মুখে তোলে নিয়ে যায়। এসময় মোশারেফ ও আলফাজকে বেধড়ক মারধরও করে তারা। কৌশলে আলফাজ পালিয়ে এলেও মোশারেফ তাদের হাতে জিম্মি রয়েছে। আলফাজ হোসেনকে রাতেই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, একজন নিখোঁজ রয়েছে। আমাদের অভিযান চলছে। আশা করছি, নিখোঁজ মোশারেফ হোসেনকে উদ্ধার করা সম্ভব হবে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ নয়, ভৈরবে পথসভায় জিলানী
বর্ণাঢ্য আয়োজনে ‘সেভি অ্যাওয়ার্ড ২০২৪’ অনুষ্ঠিত
খুনিকে আশ্রয় দিয়ে মানবতার কথা বলতে লজ্জা হয় না, ভারতকে প্রশ্ন ফারুকের
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা