চুয়াডাঙ্গায় কৃষককে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৭, ১২:৪৩

চুয়াডাঙ্গার জীবননগরে দুর্বত্তরা আবুল কালাম নামে এক হতদরিদ্র কৃষককে কুপিয়ে হত্যা করেছে। এ সময় তার স্ত্রী আনোয়ারা খাতুন বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

বুধবার রাতে উপজেলার পাঁকা গ্রামে কলোনিপাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত কৃষক আবুল কালাম ওই গ্রামের খোকাই বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে আবুল কালাম স্ত্রী সন্তান নিয়ে ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। রাত ১২টার দিকে ৭-৮ জনের একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় আবুল কালামকে তাকে কোপাতে থাকে।

এ সময় তার স্ত্রী আনোয়ারা খাতুন বাধা দিতে গেলে তাকেও জখম করা হয়। ঘটনাস্থলেই কৃষক আবুল কালামের মৃত্যু নিশ্চিত করে দুর্বত্তরা সটকে পড়ে।

স্থানীয়রা গুরুতর জখম কালামের স্ত্রীকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, কেন এবং কি কারণে ওই কৃষককে হত্যা করা হয়েছে- তা এখনো পরিষ্কার নয়।

(ঢাকাটাইমস/১৬মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :