সুন্দরগঞ্জে যুবকহত্যা গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৭, ১৬:২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে রেজাউল ইসলাম নামে যুবককে হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব-ছাপড়হাটি মাঠেরহাট গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ওই ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মোখলেছুর রহমান, খামার পাঁচগাছী গ্রামের ইসমাইল হোসেন ও নিজাম উদ্দিন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিয়ার রহমান বলেন, গত রবিবার সন্ধ্যায় বিবদমান জমির দখল নিয়ে সৃষ্ট সংঘর্ষে দুই পক্ষের লোকজন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নেয়। পরের দিন সোমবার সন্ধ্যায় বাদী আজিজল হকের পুত্র রেজাউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের পিতা আজিজল হক।

প্রসঙ্গত, ছাপড়হাটি ইউনিয়নের খামার পাঁচগাছী গ্রামের হাজী আবুল হাশেম ও উত্তর গ্রামের আজিজল হক গংদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে ওই দিনক্ষণে উভয় পক্ষের মারামারিতে চার নারীসহ ১৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :