পাবনায় দুদকের মামলায় এলজিইডি কর্মকর্তা কারাগারে

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মার্চ ২০১৭, ২২:০৯

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অর্থ আত্মসাৎ মামলায় এলজিইডি পাবনার প্রাক্তন নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে কারাগারে পাঠিয়েছে পাবনার একটি আদালত।

গোলাম কিবরিয়া বর্তমানে বগুড়া অঞ্চলের এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দুদক পাবনার উপপরিচালক আবু বকর সিদ্দিক জানান, বৃহস্পতিবার দুপুরে গোলাম কিবরিয়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে মামলায় জামিন প্রার্থনা করেন।

আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. নুরুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গোলাম কিবরিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার রহমতগঞ্জ গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। মামলা সূত্রে জানা যায়, গোলাম কিবরিয়া পাবনায় এলজিইডিতে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত থাকা অবস্থায় প্রাক্তন স্যোসিও লজিস্ট তাজুন্নাহার ও প্রাক্তন হিসাব সহকারী মাসুদ রানা পরস্পর যোগসাজশে বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ২৩টি চেকের মাধ্যমে সরকারি ২৮ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।

এ ঘটনায় তাদের আসামি করে ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করে দুদক। মামলার তদন্ত শেষে উল্লেখিত তিনজনসহ মোট ৮ জনকে আসামি করে গত ২০১৬ সালের ৭ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদক পাবনার উপপরিচালক আবু বকর সিদ্দিক।

বৃহস্পতিবার দুপুরে মামলার এক নম্বর আসামি গোলাম কিবরিয়া গোপনে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠান। (ঢাকাটাইমস/১৬মার্চ/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :