কুমিল্লায় মাটিচাপায় দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০১৭, ১১:৫০| আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১১:৫৫
অ- অ+

কুমিল্লা সেনানিবাস সংলগ্ন টিপরা বাজারে মাটিচাপা পড়ে দুইজন নির্মাণশ্রমিক মারা গেছেন। এসময় অপর এক শ্রমিক আহত হন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হচ্ছেন- কুমিল্লার বুড়িচং উপজেলার কাঠালিয়া গ্রামের তামিম হোসেন ও রংপুরের আশরাফুল ইসলাম।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু ছালাম মিয়া জানান,টিপরা বাজারে জিহান রেস্তোরাঁর উত্তরে কামাল হোসেন নামে এক ব্যক্তি টিলার পাশে দেয়াল নির্মাণের জন্য কাজ করাচ্ছিলেন। এসময় টিলার মাটি ভেঙে চাপা পড়েন তিন শ্রমিক। রাত ১০টার এ ঘটনায় শ্রমিদের মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যান।

পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী এসে উদ্ধার কাজ পরিচালনা করেন।

(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদেশ
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল ও সম্পাদক রোমান 
সাংবাদিক লাঞ্ছিত করায় সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক বহিষ্কার
গেইলকে ছাড়িয়ে বাবর আজমের বিশ্ব রেকর্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা