অপহৃত কৃষক ৪৩ ঘণ্টা পর উদ্ধার, আটক-২
মেহেরপুরের গাংনীর চক কল্যাণপুর গ্রামের কৃষক মোশারেফ হোসেন মোসা অপহরণের ৪৩ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। এ ঘটনায় জড়িত দুজন অপহরণকারী আটক হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে গাংনী উপজেলার চেংগাড়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে মিন্টুর বাড়ি থেকে তাকে উদ্ধার করে। এসময় অপহরণকারী আমঝুপি গ্রামের ওমেদ আলী ও গাংনী উপজেলার কাষ্টদহ গ্রামের জিনারুল ইসলামকে আটক করা হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদে চেংগাড়া গ্রামের দিন মোহাম্মদের পুরাতন বাড়ি যেটা সন্ত্রাসী মিন্টু থাকেন। ওই বাড়িতে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে গ্রামের মাঠে নিজের সেচ পাম্প থেকে ঘাষ ক্ষেতে সেচ দিচ্ছিলেন কৃষক মোশারফ হোসেন। ৭-৮ জন অস্ত্রধারী দুর্বৃত্ত মোশারফ ও তার সঙ্গীয় কৃষক আলফাজকে মারধর করে। আহত অবস্থায় আলফাজ পালিয়ে রক্ষা পায়। এসময় মোশারফকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন