মাধবপুরে সরকারি বিদ্যালয়ে পালিত হয়নি শিশু দিবস

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ মার্চ ২০১৭, ২০:২৯

হবিগঞ্জের মাধবপুরে উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও শিশু দিবস পালিত হয়নি।

শুক্রবার বেলা ১১টার দিকে গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ে একটি জাতীয় পতাকা উড়ানো রয়েছে। ভবনের অফিস কক্ষসহ প্রতিটি শ্রেণিকক্ষে ঝুলে তালা।

এই ব্যাপারে মোবাইল ফোনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ (শুক্রবার) ছুটির দিন। এ কারণেই শিক্ষকরা বাড়িতে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি অসুস্থ অন্যান্য শিক্ষকদের থাকার জন্য এবং জাতির জনকের জন্মদিন পালনের জন্য তাদের বলেছি। তারা না থাকলে আমি কি করব।

এই ব্যাপারে উপরের নির্দেশ আছে কিনা জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক জানান, উপর থেকে আমাদের শিশু দিবস পালনের নির্দেশ আছে।

মাধবপুর উপজেলার একমাত্র ঐতিহ্যবাহী গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি শতবর্ষ আগে প্রতিষ্ঠিত হয়েছিল।

জন্মদিন পালন না করার কারণে এলাকাবাসীর মধ্যে নানারকম জল্পনা-কল্পনা চলছে এবং বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে।

(ঢাকাটাইমস/১৭মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :