‘শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল’

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০১৭, ১১:২৫
অ- অ+

‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বাংলার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের ছোঁয়া লেগেছে। রাস্তাঘাট, স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদ, মন্দির, বিদ্যুৎ সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে। এসব কিছু সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার দুরদূশী নেতৃত্বে। তাই বিশ্বে শেখ হাসিনা এখন উন্নয়নের রোল মডেল।’

শুক্রবার রাতে হোসেন্দি ইউনিয়ন আ.লীগ আয়োজিত বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সাংসদ অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।

হোসেন্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজলে রাব্বি কলিন্সের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- ইউএনও মোহাম্মদ কবির উদ্দিন, হোসেন্দি ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান হামদু, হোসেন্দি কলেজের অধ্যক্ষ রকিব উদ্দিন মোশায়ের, পাকুন্দিয়া কলেজের প্রতিষ্ঠাতা ভিপি মোমতাজ উদ্দিন ভুইয়া, ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, আ.লীগ নেতা নাজমুল কবীর আলমগীর প্রমুখ।

এছাড়াও এ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮মার্চ/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের স্বার্থ রক্ষায় জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি, ভৈরবে লংমার্চের পথসভায় মুন্না 
বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি জাপানের
জয়পুরহাট-বগুড়া মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
ব্যয় সাশ্রয়ী জ্বালানি নিশ্চিতে কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা