শিল্প-কারখানায় গ্যাস ব্যবহার হলে উৎপাদন বাড়বে

টাঙ্গাইল প্রতিনিধি,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০১৭, ১৬:১০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘গ্যাসের আবাসিক সংযোগ বিষয়ে নিরুসাহিত করছি। এটা মোটামুটি বন্ধই করে দিয়েছি। এলপি গ্যাস সারাদেশেই পাওয়া যাচ্ছে। গ্যাস মহামূল্যবান। তাই এই গ্যাস শিল্প-কারখানায় দিলে পণ্যের উৎপাদন কয়েকগুণ বেড়ে যায়। কর্মসংস্থানেরও সৃষ্টি হয়।’

শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা সদর মাঠে (হাজী আবুল হোসেন ইনিস্টিটিউট) হ্যাবিটের ইয়ুথ ফেস্টিভ্যালের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিদ্যুতের মূল্য বৃদ্ধিবিষয়ক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিদ্যুতের ব্যাপারে আমরা মূল্য সমন্বয় করার জন্য বারকে দিয়ে দিয়েছি। এটা বারকের উপর নির্ভর করছে। তারা পাবলিক হেয়ারিং করবে।’

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘জঙ্গি হামলা প্রতিরোধে বিদ্যুৎ স্টেশনগুলোতে পর্যাপ্ত সিকিউরিটি রয়েছে। গত বছর থেকে আমরা বিদেশি সিকিউরিটি কনসালটেন্ট হায়ার করেছি। ফিজিক্যাল সিকিউরিটির পাশাপাশি অন্য বিষয়গুলোরও ব্যবস্থা নেয়া হচ্ছে। আমাদের বড়বড় যেসব প্রকল্প চলছে- পায়রা, মাতারবাড়ী, রামপাল ছাড়াও অন্যান্য প্রকল্পগুলোতেও পর্যাপ্ত সিকিউরিটি নেয়া হয়েছে।’

টাঙ্গাইল সদর আসনের এমপি ও হাজী আবুল হোসেন ট্রাস্টের চেয়ারম্যান ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন প্রমুখ।

এর আগে প্রতিমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন। হ্যাবিটের বিভিন্ন বিভাগের মোট ১০টি স্টল মেলায় স্থান পেয়েছে।

(ঢাকাটাইমস/১৮মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :