মাগুরা প্রেসক্লাবের সভাপতি বুলু আর নেই

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ মার্চ ২০১৭, ১৭:২৯ | প্রকাশিত : ১৮ মার্চ ২০১৭, ১৭:২৭

মাগুরা প্রেসক্লাবের সভাপতি শরীফ আমিরুল হাসান বুলু আর নেই। শনিবার দুপুরে মস্তিস্কে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শরীফ আমিরুল হাসান বুলু মাগুরা প্রেসক্লাবে অসুস্থ্য হয়ে পড়লে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরীফ আমিরুল হাসান বুলু ১৯৭৫ সালে দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষ তিনি দৈনিক যুগান্তর, বাংলাভিশন ও বাংলাদেশ বেতারের মাগুরা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমান কমিটিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মাগুরা থেকে প্রকাশিত ‘দৈনিক মাগুরা বার্তার’সম্পাদকও ছিলেন তিনি।

শনিবার রাত ৯টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে তার নামাজে জানাজা শেষে পৌর কবর স্থানে দাফন করা হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার, মাগুরা -১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ওয়াহহাব, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মাহবুবর রহমান, পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বুলুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। এছাড়া তার মৃত্যুতে মাগুরা,শ্রীপুর,মহম্মদপুর,শালিখা প্রেসক্লাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮মার্চ/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

ডিইউজে নির্বাচন: সোহেল-তপু সভাপতি, আকতার সম্পাদক

ঈর্ষান্বিত ও উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে ঢাকা টাইমস সম্পাদককে

শেরপুরের সাংবাদিক রানাকে কারাদণ্ডে সম্পাদক পরিষদের উদ্বেগ

নকলায় সাংবাদিককে কারাদণ্ড: আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :