কিশোরগঞ্জে আগুনে ২৩ ঘর পুড়ে গেছে

আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ প্রতিনিধি
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০১৭, ২২:৪৪
ফাইল ছবি

কিশোরগঞ্জের হোসেনপুর বাজারে আগুনে বসতঘর ও দোকানসহ ২৩ টি ঘর পুড়ে গেছে। শনিবার হোসেনপুর উপজেলা পরিষদের কাছে একটি লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বাজারের ১২ টি দোকান ও ১১টি বসত ঘর পুড়ে গেছে। ঘটনার পর জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরপদার মো. আক্তার জামিল জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা, দুই বান্ডিল টিন ও ৩০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৮মার্চ/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :