জঙ্গি সন্দেহে যশোরে চার নারী-পুরুষ আটক

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ মার্চ ২০১৭, ০৮:৫৪ | প্রকাশিত : ১৯ মার্চ ২০১৭, ০৮:৫০

জঙ্গি সন্দেহে যশোরে চার নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের শংকরপুর পশু হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় সেখান থেকে ১৩টি জিহাদি বই ও ছয়টি ওয়াজের সিডি উদ্ধার করা হয় হয়েছে দাবি করেছে বাহিনীটি।

আটক চারজন হলেন- ওই বাড়ির গৃহকর্ত্রী মাইশা বিলকিস, তার বোন শহরের রায়পাড়ার হাসান আল মামুনের স্ত্রী নুসরাত পারভিন, খুলনা কয়রার কাকমার চরের রবিউল ইসলাম ও মণিরামপুরের মদনপুর গ্রামের আফজাল হোসেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, ওই বাড়ির মালিক যশোর সদরের রুদ্রপুর মুক্তিযোদ্ধা কলেজের ইসলামি শিক্ষার শিক্ষক তৈয়বুর রহমান গত দুদিন আগে চাঁপাইনবাবগঞ্জে আটক হয়েছেন। সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্য অনুযায়ী এই বাড়িতে অভিযান চালানো হয়।

তবে তৈয়বুরের স্ত্রী বিলকিসের দাবি, তিনি বা তার পরিবারের কেউ জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না। শিক্ষকতার পাশাপশি তার স্বামী দেশের বিভিন্নস্থানে মাহফিলে ওয়াজ করেন।

(ঢাকাটাইমস/১৯মার্চ/প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :