জিতে বার্সাকে চাপে রাখলো রিয়াল

প্রকাশ | ১৯ মার্চ ২০১৭, ১০:০৩

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

লা লিগায় শীর্ষস্থান নিজেদের দখলে রাখল রিয়াল। শনিবার রাতে অ্যাথলেটিক বিলবাওকে ২-১ হারাল জিদানের দল। প্রথমার্ধের মাঝামাঝি গোল করে রিয়ালকে ১-০ এগিয়ে দেন করিম বেঞ্জেমা। বিরতির পর আদুরিজের গোলে সমতা ফেরায় বিলবাও। কিন্তু কাসেমিরোর গোলে আবার এগিয়ে যায় রিয়াল। শেষ পর্যন্ত চেষ্টা করেও ফের সমতা ফেরাতে ব্যর্থ বিলবাও। জয়ের সৌজন্যে বার্সেলোনার উপর চাপ বজায় রাখল রিয়াল। ৬৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকল জিদানের দল।

বেঞ্জেমার প্রশংসায় পঞ্চমুখ জিদান ম্যাচ শেষে বলছেন, ‘আমার দল আজ খুব ভাল খেলেছে। বিশেষ করে বেঞ্জেমা আর কাসেমিরো। ওরা দু’জন ভাল খেলেছে।’ ৭৯ মিনিটে আবার রোনালদোকে বসিয়ে দেন জিদান। সেটা নিয়ে বিতর্ক দেখা দিলেও জিদান বলছেন, ‘রোনালদোকে মাঝে মাঝে বসানো যেতেই পারে। তাতে অসুবিধার কিছু নেই।’     

পরের কয়েক সপ্তাহেআবার পঁচিশ দিনের মধ্যে ন’টা ম্যাচ খেলতে হবে রিয়ালকে। সেই প্রসঙ্গে রিয়ালের ফরাসি কোচ বলছেন, ‘পঁচিশ দিনে ন’টা ম্যাচ খেলতে হবে। কিন্তু তা বলে ফুটবলাররা বিশ্রাম পাবে না। আমি বিশ্রাম পাব।’ সঙ্গে তিনি যোগ করেন,‘এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। লা লিগায় এই  তিন পয়েন্টে লিগ শেষ হচ্ছে না। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।’ 

(ঢাকাটাইমস/১৯মার্চ/ডিএইচ)