দিনাজপুরে চ্যানেল আইয়ের ডকুড্রামার চিত্রায়ন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০১৭, ১০:০৪

সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে নির্মিত বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’তে প্রচারিতব্য সাপ্তাহিক ডকুড্রামা ‘জীবন যেখানে যেমন’-এর চিত্রায়ন হলো দিনাজপুরে।

বৃদ্ধাশ্রম এবং তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য মানবপল্লী বানিয়ে ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশনের (ডব্লিউএলএফ) পুরস্কারপ্রাপ্ত জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের সাফল্যের কাহিনী নিয়ে তৈরি হয়েছে এবারের ডকুড্রামা ‘জীবন যেখানে যেমন।’

তারানা হালিমের গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনায় এই অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হয়।

দিনাজপুরের মানবপল্লীতে তৃতীয় লিঙ্গের মানুষ হিজরাদের জীবনযাপন এবং শান্তি নিবাস বৃদ্ধাশ্রমে বসবাসরত মানুষদের জীবনযাপন এবং দিনাজপুর-সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিমের সাফল্যতা নিয়ে নির্মিত হয়েছে এবারের পর্ব।

দিনাজপুরে ১৭ এবং ১৮ মার্চ চিত্রায়িত এই ডকুড্রামা দুটি পর্বে আগামী ২২ ও ২৯ মার্চ রাত ১১টা ৩০ মিনিটে চ্যানেল আই’তে প্রচারিত হবে জানান, সাপ্তাহিক এ ডকুড্রামার সহকারী পরিচালক আসাদুজ্জামান মাসুদ। এ পর্ব দুটির চিত্র ধারণ করেছেন হাফিজ। সমন্বয়কারী হিসেবে রয়েছেন- চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী।

(ঢাকাটাইমস/১৯মার্চ/এসএএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :