গাইবান্ধায় বাস উল্টে নিহতদের সংখ্যা বেড়ে ৬

গাইবান্ধা (আঞ্চলিক) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০১৭, ১৬:০২

গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় বাস উল্টে নিহতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। এর মধ্যে চারজনের পরিচয় জানা গেছে।

এদিকে প্রত্যেক নিহতদের পরিবারকে নগদ দশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুর রাফিউল আলম।

পরিচয় পাওয়া নিহতরা হলেন- গাইবান্ধা নারায়ণপুর গ্রামের শাপলা (৩০), শিশু আব্দুল আলীম (৭), জলঢাকা নীলফামারীর আব্দুল ওহাব (৫৫), দিনাজপুর খানসামার আশরাফ আলী (৫০)।

প্রসঙ্গত, রাত ৩টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার জুম্মারঘরে ট্রাক ও নৈশকোচের সংঘর্ষে শাকিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই দুর্ঘটনায় ছেলে ও মাসহ ঘটনাস্থলেই চারজন মারা যান। আহত হন প্রায় ১২ জন।

(ঢাকাটাইমস/১৯মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :