দ্বিতীয় মেয়াদে জগন্নাথের ভিসি মীজানুর

প্রকাশ | ১৯ মার্চ ২০১৭, ১৮:৩৯

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে দ্বিতীয়বারের মতো নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি এই পদে আরও চার বছর থাকবেন। ২০১৩ সালের ২০ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যোগদান করেন তিনি।

রবিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ এই নিয়োগ দেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

রেজিস্ট্রার বলেন, সহকারী সচিব (স.বি-১) আব্দুস সাত্তার মিয়া স্বাক্ষরিত নিয়োগের প্রজ্ঞাপন আমরা হাতে পেয়েছি।
দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অধ্যাপক ড. মীজানুর রহমান। এক প্রতিক্রিয়ায় ঢাকাটাইমসকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যখন যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সাথে পালন করতে চেষ্টা করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক কাজ করার সুযোগ আছে। প্রথম মেয়াদে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সংস্কৃতি বলয় তৈরি করার কাজে হাত দিয়েছিলাম। তা সফলভাবে করতে পেরেছি।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করবেন বলে জানান মীজানুর রহমান।

(ঢাকাটাইমস/১৯মার্চ/প্রতিনিধি/জেবি)