চলে গেলেন কথাসাহিত্যিক জুবাইদা গুলশান আরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ মার্চ ২০১৭, ২২:৩০

একুশে পদকপ্রাপ্ত লেখক কথাসাহিত্যিক জুবাইদা গুলশান আরা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে শয্যাশায়ী ছিলেন।

রবিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উপন্যাস, ছোটগল্প, নাটক, শিশুতোষ ছড়া মিলিয়ে জুবাইদা গুলশান আরার প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০টির বেশি। তার বেশ কিছু গল্প উপন্যাস টিভি নাটকে রূপ দেয়া হয়েছে। লেখালেখির স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক, কবি জসীম উদ্দীন পদকসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

পেশাগত জীবনে ষাটের দশকের এই লেখক সরকারি কলেজ থেকে বাংলার অধ্যাপক হিসেবে অবসর নেয়ার পর দীর্ঘদিন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

জুবাইদা গুলশান আরা ১৯৪২ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ থেকে এমএ পাস করেন। তার স্বামী অধ্যাপক মাহমুদ-উল-আমীন (মরহুম) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের খ্যাতিমান প্রফেসর ছিলেন। (ঢাকাটাইমস/১৯মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :