ব্যাংক কর্মকর্তা আরিফা হত্যাকারীর বিচার দাবি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৭, ১২:১২

ঢাকায় নিজ বাসায় ব্যাংক কর্মকর্তা আরিফুন্নেছা আরিফার হত্যাকারী সাবেক স্বামী রবিনকে গ্রেপ্তারের দাবিতে জামালপুরে মানববন্ধন পালিত হয়েছে।

সোমবার সকালে শহরের শহীদ মিনারের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উদীচী, মানবাধিকার সংগঠন, টিআইবি, অপরাজয় বাংলাদেশ, স্কুলের শিক্ষার্থী ও পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে মানবাধিকার ও উন্নয়ন কর্মী জাহাঙ্গীর সেলিম, টিআইবি জামালপুর এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান নোমান, ছাত্র ইউনিয়নের নেতা সুবিনয় রায় তপু, নিহতের ভাই আব্দুল আল-আমিন বুলবুল, শিশুনেত্রী আফরিন খানসহ সহপার্ঠীরা বক্তব্য রাখেন।

আগামী সাত দিনের মধ্যে ঘাতক রবিনকে গ্রেপ্তার করা না হলে সড়ক অবরোধসহ লাগাতার কর্মসূচির ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে।

প্রসঙ্গত, ১৬ মার্চ সকালে ঢাকাস্থ নিজ বাসায় সাবেক স্বামী রবিনের ছুরিকাঘাতে নিহত হন আরিফা। তার বাড়ি জামালপুর শহরের শহীদ হারুন সড়কে।

(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :