‘বাংলাদেশের কাছে হেরে শ্রীলঙ্কান ক্রিকেটের মৃত্যু’

প্রকাশ | ২০ মার্চ ২০১৭, ১৪:৪৫ | আপডেট: ২০ মার্চ ২০১৭, ১৫:৩২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

‘গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, পি সারা ওভালে ২০১৭ সালের ১৯ মার্চ শ্রীলঙ্কান ক্রিকেটের মৃত্যু হয়েছে। বন্ধু ও সুহৃদরা এই মৃত্যুতে শোকাহত। আর.আই.পি। বিশেষ দ্রষ্টব্য: মৃতদেহ পুড়িয়ে ছাইগুলো বাংলাদেশে পাঠানো হবে।’

বাংলাদেশের কাছে কলম্বো টেস্ট হারের পর শ্রীলঙ্কান সংবাদ মাধ্যম আইল্যান্ডে এমন ‘এপিটাফ’ ছাপানো হয়েছে। সঙ্গে কফিনে মৃতদেহ বহন করার একটি ক্যারিকেচারও ছেপেছে পত্রিকাটি।

এর আগে ১৮৮২ সালে অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ হারার পর ইংলিশ সংবাদপত্রে অনুরূপ একটি 'এপিটাফ' ছেপেছিল। 

সেবার ইংলিশ সংবাদপত্রটির এপিটাফ' ছিল এমন, ‘গভীর দুঃখের সাথে জানানো যাচ্ছে ১৮৮২ সালের ২৯ আগস্ট ওভালে ইংলিশ ক্রিকেটের মৃত্যু হয়েছে। বন্ধু ও সুহৃদরা এই মৃত্যুতে শোকাহত। আর.আই.পি। বিশেষ দ্রষ্টব্য: মৃতদেহ পুড়িয়ে ছাইগুলো অস্ট্রেলিয়ায় পাঠানো হবে।’

প্রসঙ্গত, ১৮৭৭ সালের ১৫ মার্চ ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়। সে থেকে ১৪০ বছর পার করেছে লঙ্কান ক্রিকেট। কলম্বোতে বাংলাদেশের সঙ্গে হারের ম্যাচটি ছিল হেরাথদের ২২৫৪তম ম্যাচ।

(ঢাকাটাইমস/২০মার্চ/জেইউএম)