লঙ্কা জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

প্রকাশ | ২০ মার্চ ২০১৭, ১৫:২৩ | আপডেট: ২০ মার্চ ২০১৭, ১৫:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কাকে হারিয়ে শততম টেস্ট জয়ের মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। এমন ঐতিহাসিক জয়ের পর মুশফিক-সাকিবদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রথী-মহারথীরা।

বাদ যাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। এবার মুশফিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন মন্ত্রিসভা। আজ সোমবার মন্ত্রিসভায় বাংলাদেশ দলকে নিয়ে ‘অভিনন্দন প্রস্তাব পাস হয়।’

সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়। প্রথমেই বাংলাদেশ দলকে শততম টেস্ট জয়ের জন্য অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এরপর সর্বসম্মতিক্রমে অভিনন্দন প্রস্তাব পাস করা হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকের শুরুতে ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশ দলকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়েছে। এরপর আনুষ্ঠানিকভাবে অভিনন্দন প্রস্তাব পাস করা হয়।’

এর আগে জয়ের পরপরই বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফোন করে অভিনন্দন বার্তা পৌঁছে দেন। তিনি বলেন, ‘তোমরা ইতিহাস সৃষ্টি করেছো, তোমাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’

অভিনন্দন জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্রীলঙ্কার মাটিতে দেশটিকে ৪ উইকেটে জয়ে পর এক টুইট বার্তায় বেগম জিয়া বলেন, ‘শততম টেস্টে ঐতিহাসিক জয়ের জন্য টাইগার ক্রিকেট টিমকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

(ঢাকাটাইমস/২০মার্চ/এমএম/জেইউএম)