চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৭, ১৬:০১

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ আদালতের হাকিম মো. জিয়াউর রহমান এ রায় দেন। এসময় আদালতে আসামি উপস্থিতি ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রুবেল জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগর পোড়া গা এলাকার তাজেল আলীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১ জুলাই এ ঘটনা ঘটে। আসামি রুবেল স্ত্রী সুবর্ণা আকতার ববিতাকে যৌতুকের কারণে বিভিন্ন সময় নির্যাতন চালাত। ঘটনার রাতে সে তার স্ত্রী ববিতাকে পিটিয়ে দু’হাত বেঁধে হত্যা করে ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে দেয় এবং আত্মহত্যা করেছে বলে জানায়। পরে পুলিশ দু’হাত বাঁধা অবস্থায় ববিতার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ববিতার বাবা শরিফুল ইসলাম হত্যা মামলা করেন।

সাক্ষ্য প্রমাণাদি শেষে সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালত রুবেলকে ফাঁসির আদেশ ও অন্য আসামিদের বেকসুর খালাস দেয়।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাদরুল আমিন।

এ মামলায় মোট আসামি ছিল সাত জন এবং সাক্ষ্য দেন ১২ জন।

(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :