বাড়ল আইসিটি খাতে গবেষণায় অনুদান

প্রকাশ | ২০ মার্চ ২০১৭, ১৬:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে গবেষণার জন্য অনুদান বাড়ানো হয়েছে। এখন থেকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে গবেষণার জন্য ফেলোশিপ এবং উদ্ভাবনীমূলক কাজের জন্য অনুদান দেয়া হবে ৩০ হাজার টাকা। আগে নির্দিষ্ট কোনো পরিমাণ ছিল না। 

সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে গবেষণার জন্য ফেলোশিপ এবং উদ্ভাবনীমূলক কাজের জন্য অনুদান প্রদান সম্পর্কিত (সংশোধিত) নীতিমালা-২০১৬’ এর খসড়ার অনুমোদন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় ১টার দিকে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘এই নীতিমালার ৫ নম্বর অনুচ্ছেদের বলা আছে বিদেশে অধ্যয়নের জন্য মাস্টার কোর্সে মাসিক ৩০ হাজার টাকা সমপরিমাণের ইউএস ডলার দেয়া হবে। আগে এটা নির্দিষ্ট পরিমাণ ছিল না।’

(ঢাকাটাইমস/২০মার্চ/এমএম/জেবি)