কম দামের ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

প্রকাশ | ২০ মার্চ ২০১৭, ১৭:২৩

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি কম দামের একটি ফোন ভারতের বাজারে ছেড়েছে। ফোনটির মডেল রেডমি ৪এ। ভারতের বাজারে এই ফোনটি বিক্রি হচ্ছে ৫ হাজার ৯৯৯ রুপিতে। অ্যামাজন ইন্ডিয়াতে এই ফোনটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে। চীনের বাজারে গত বছরের নভেম্বরে রেডমি ৪এ বাজারে আসে।

ফোনটিতে আছে ৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এতে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪২৫ চিপসেট। ফোনটিতে ২ জিবি র‌্যাম আছে। এর বিল্টইন মেমোরি ১৬ জিবি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমের সঙ্গে ফোনটিতে এমআইইউআই স্ক্রিন লেয়ার আছে।

ডুয়েল সিমের এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। এই ক্যামেরায় ফেস ডিটেকশন অটোফোকাস আছে। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। এর ব্যাটারি ৩১২০ মেগাপিক্সেল।

কানেকটিভিটি হিসেবে ফোনটিতে আছে ফোরজি, এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস। 

(ঢাকাটাইমস/২০মার্চ/এজেড)