হ্যান্ডসকম্ব-মার্শের দৃঢ়তায় ড্র রাঁচি টেস্ট

প্রকাশ | ২০ মার্চ ২০১৭, ১৮:০১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

লড়াইটা এক নম্বর বনাম দুই নম্বরের৷ তাই কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়ল না৷ তবে ভারতের জয়ের স্বপ্নভঙ্গ করল হ্যান্ডসকম্ব ও মিচেল মার্শের পার্টনারশিপ৷ড্র হলো রাঁচি টেস্ট। চার ম্যাচ সিরিজ এখন ১-১ সমতায়।

ম্যাচের পঞ্চম তথা শেষ দিনে ভারতের ঝুলিতে এল মাত্র চার উইকেট। লাঞ্চের আগেই অধিনায়ক স্মিথ ও রেনশকে ফিরিয়ে দিয়েছিলেন জাদেজা ও ইশান্ত শর্মা৷ কিন্তু তারপরই ক্রিজে জাঁকিয়ে বসেন মার্শ ও হ্যান্ডসকম্ব৷ ৫৩ রানে ফেরেন মার্শ৷ তবে হ্যান্ডসকম্বের উইকেট নিতে ব্যর্থ ভারতীয় বোলাররা৷ ৭২ রানে অপরাজিত থাকেন তিনি৷

চতুর্থ দিন ঋদ্ধিমান সাহার সেঞ্চুরি ও চেতেশ্বর পূজারার ডাবল সেঞ্চুরি ভারতকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিল৷ এরপর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুতেই জোর ধাক্কা দিয়েছিলেন জাদেজা৷  কিন্তু এরপরই ঘুরে দাঁড়ায় অজিরা।অজিদের বিরুদ্ধে কাজে এল না বিরাটের স্ট্র্যাটেজি৷ স্লেজিংয়ের মধ্যেও নিজেদের খেলা চালিয়ে গেলেন ম্যাথিউ ওয়েডরা৷ শেষ পর্যন্ত অমীমাংসিতভাবে শেষ হল তৃতীয় টেস্ট৷

অস্ট্রেলিয়া: ৪৫১ ২০৪/

ভারত: ৬০৩/ (ডিক্লেয়ার)

ম্যাচ ড্র

 (ঢাকাটাইমস/২০মার্চ/ডিএইচ)