পুলিশের ক্যাম্পে হামলা, সাঁওতালসহ ৩২ জনের জামিন

গাইবান্ধা (আঞ্চলিক) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৭, ১৮:২৮

রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অস্ত্র লুটের মামলায় ৩২ জন সাঁওতালের জামিন মঞ্জুর করেছে আদালত।

সোমবার বিকালে আসামিদের উপস্থিতিতে গোবিন্দগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ,এস,এম তাসকিনুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০১৬ সালের ৯ আগস্ট ইক্ষু খামার এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অস্ত্র লুটের অভিযোগে ৩২ জন নামীয় ও অজ্ঞাত ৪-৫শ জন বাঙালি ও আদিবাসীর নামে মামলা করে পুলিশ। সকালে ৩২ জন আসামি আদালতে সশরীরে হাজির হয়ে আদালতে জামিনের আবেদন করেন।

বিচারক শুনানি শেষে ৩২ সাঁওতালের জামিন মঞ্জুর করেন।

গত ২০১৬ সালের ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে সাঁওতালরা ভূমি ও জীবনমান অধিকার আদায়ের দাবিতে সাহেবগঞ্জ এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেন। সেইদিন সমাবেশ থেকে পুলিশ দুইজন আদিবাসীকে আটক করে। এরপর আদিবাসী সাঁওতালরা চড়াও হয়ে পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও একটি অস্ত্র লুট করে। পরে সারারাত অভিযান চালিয়ে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে।

(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :