টাইগারদের নিয়ে যে কারণে চিন্তিত বিসিবি সভাপতি

প্রকাশ | ২০ মার্চ ২০১৭, ১৮:৫৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

গত দুই বছর ধরে ওয়ানডেতে বাংলাদেশের নজর কাড়া পারফরম্যান্স।টেস্ট আঙ্গিনাতেও এখন আর টাইগারদের ছোট ভাবার সুযোগ নেই। কমাস আগে দেশের মাটিতে ইংল্যান্ডকে হারানোর পর রবিবার কলম্বো টেস্ট জিতে ৫ দিনের ম্যাচে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে টাইগাররা।

শ্রীলঙ্কা সিরিজের পর বাংলাদেশের আসল মিশন জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি ট্রফি। যেখানে কঠিন গ্রুপে রয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘এ’তে টাইগারদের সঙ্গে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। এই গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছা খুবই কঠিন। এমনিতে ওখানকার কন্ডিশনে তেমন অভ্যস্ত নয় বাংলাদেশ, তারপরেও আবার তিন শক্তিধর দল গ্রুপে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফিদের ভালো করা নিয়ে কিছুটা চিন্তিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যদিও সেখানে ভালো করার সামার্থ্য টাইগারদের আছে বলে মনে করেন তিনি।

ঢাকাতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে রবিবার ফটো সেশন শেষে বিসিবি সভাপতি বলেন,‘সামনে আমাদের বড়  চ্যালেঞ্জ হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। ওখানে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ইংল্যান্ডের মাঠে বাংলাদেশ গিয়ে কি করবে এটা নিয়ে আমি সত্যি চিন্তিত। ওখানে কঠিন কন্ডিশন।যেটায় আমরা পুরোপুরি অভ্যস্ত নই। তার উপর আমরা যে গ্রুপে পড়েছি, সেটা অত্যন্ত কঠিন। তারপরও আমাদের ছেলেদের যে স্কিল এবং প্রতিভা আছে তাতে ভয় পাওয়ার কোন কারণ আমি দেখি না।’

ওখানকার কন্ডিশনে নিয়মিত খেললে ভালো করা মোটেও অসম্ভব নয় বলে মনে করেন বিসিবি সভাপতি।এজন্য ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে নিয়মিত সফরের উপর জোর দেন তিনি। পাপন বলেন,‘আমাদের খেলোয়াড়দের চমৎকার বন্ধন গড়ে উঠছে এবং জয়ের আগ্রহ- বেড়েছে। আত্মিবিশ্বাসও অনেক উপরে। সবচেয়ে বড় কথা হলো এখন এমন কোন দল নেই যাদের আমরা ভয় পেতে পারি। হয়তো আমাদের খুব বেশি অভিজ্ঞতা নাই। আমার ধারণা ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে আমরা যদি নিয়মিত সফর করি তাহলে অবশ্যই আমরা জিততে পারবো। আমি তো মনে করি এবার নিউজিল্যান্ড সফরে আমরা খুব খারাপ করিনি।’

(ঢাকাটাইমস/২০মার্চ/ডিএইচ)