গাজীপুরে জামায়াত-শিবিরের ২৬ কর্মী আটক

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৭, ১৯:০৫

গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় অভিযান চালিয়ে ২৬ জন কর্মকর্তা ও কর্মচারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ করেছে বাহিনীটি।

সোমবার ভোরে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ব্যবস্থাপক মো. জাকারিয়া, কর্মকর্তা মো. তামিম, ইসমাইল হোসেন এবং নিরাপত্তা কর্মী জয়নাল ফকির, রমজান ফকির, আব্দুল বাতেন, জাহিদুল ইসলাম, পিয়ার আহমেদ, দ্বীন ইসলামের নাম জানা গেছে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে ভোরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আবাসিক ভবন ও কারখানা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ১২ জন কর্মকর্তা-কর্মচারী এবং ১৪ জন নিরাপত্তাকর্মীকে আটক করা হয়। আটকরা সবাই জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মী।

(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :