৯ দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভিসির কার্যালয়ে প্রবেশ

কুবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৭, ১৯:১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ নয় কার্যদিবস পর তালা ভেঙে তার কার্যালয়ে প্রবেশ করেছেন। সোমবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, সাধারণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী পরিষদসহ সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য কার্যালয়ে তালা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করে। পরে শাখা ছাত্রলীগের নেতৃত্বে মানবন্ধনকারীরা উপাচার্য কার্যালয়ের তালা ভেঙে উপাচার্যকে তার দপ্তরে যাওয়ার সুযোগ করে দেয়।

তবে শিক্ষক সমিতি উপাচার্যের বিরুদ্ধে তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ৬৫তম সিন্ডিকেট সভায় অংশগ্রহণ করতে আসলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানসহ সিন্ডিকেট সদস্যদের বাধা দেয়ায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে ইউজিসি কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করার জন্য বলা হয়।

রবিবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক খন্দকার হামিদুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়।

(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :