‘বঙ্গবন্ধুর মানবতাবোধ ছিল প্রবল’

জবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ মার্চ ২০১৭, ১৯:৪১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির উদ্যোগে ‘ঐতিহাসিক মার্চ ১৯৭১ ও বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত সাদামাটা।সহকর্মীদের প্রতি তাঁর সহানুভূতি ছিল প্রগাঢ়। দেশের জনগণ কী চায়, কোন সময়ে কী করতে হবে-এসব বিষয়ে তিনি সর্বদা সজাগ ছিলেন। বঙ্গবন্ধুর মানবতাবোধ ছিল প্রবল, যা সবসময় তাঁর চিন্তায়, চেতনায় ও কর্মে প্রকাশ পেয়েছে। বঙ্গবন্ধুর পরিবারে শিক্ষার গুরুত্ব ছিল অপরিসীম। সেই সময় কলকাতায় গিয়ে বঙ্গবন্ধুর লেখাপড়া করার বিষয়টি ছিল বিরল।’

মসিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুই সর্বপ্রথম ক্ষুদ্র ঋণের কার্যক্রম শুরু করেছিলেন। একটি দেশের উন্নয়ন নির্ভর সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে। সম্পদের অপব্যবহার ও অপচয় রোধ করতে হবে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য সম্পদ উদ্বৃত্ত রাখতে হবে। আমাদের মৌলিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে জ্ঞান, তথ্য-প্রযুক্তি, শিক্ষা ও সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে। আর উন্নত ভবিষ্যতের জন্য অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়ে আমাদের নিয়োজিত থাকতে হবে।’

প্রধান আলোচকের বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বাঙালি জাতির ইতিহাসে মুক্তিযুদ্ধ গৌরবময় অধ্যায়। আর এই গৌরবময় অধ্যায়ের একটি স্তম্ভ হচ্ছে ১৯৭১ সালের ঐতিহাসিক মার্চ মাস। বাঙালির জাতির জাগরণের পুঞ্জীভূত রূপ হচ্ছে ৭ মার্চ। একই সাথে মার্চ হচ্ছে রক্ত দিয়ে রাজপথ রাঙানোর ইতিহাসের মাস।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. প্রিয়ব্রত পাল-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সরকার আলী আক্কাস, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম। আলোচনা সভায় সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আব্দুল বাকী।

এছাড়াও ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এফ. এম. শরিফুল ইসলাম বক্তব্য দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান , শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :