ময়মনসিংহে পিস্তলসহ সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশ | ২০ মার্চ ২০১৭, ২১:২৮

ময়মনসিংহ ব্যুরো প্রধান, ঢাকাটাইমস

ময়মনসিংহ বিদেশি পিস্তল ও গুলিসহ সাবেক ইউপি চেয়ারম্যান ও ২৮ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

গ্রেপ্তার দুলাল আহম্মেদ গৌরীপুরের সাবেক ইউপি চেয়ারম্যান। তার বিরুদ্ধে ধষর্ণ, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদকসহ দেশের বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে । তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন ।

সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমারত হোসেন গাজি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকার সাহেব কাচারী বাজারের পূর্বে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উত্তর পাশে আলম ব্রিকস ফিল্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় । এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার মামলা প্রক্রিয়াধীন বলে জানান জেলা ডিবির ওসি।

(ঢাকাটাইমস/২০মার্চ/প্রতিনিধি/জেডএ)