ওয়ানডে সিরিজে উইকেটের পেছনে কে?

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মার্চ ২০১৭, ১০:৫২ | প্রকাশিত : ২১ মার্চ ২০১৭, ১০:১৪

ব্যাটিংয়ে আরো বেশি মনযোগ দিতে মুশফিককে উইকেট কিপিং থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। টেস্টে তিনি আগে ব্যাট করতেন ৬ নম্বরে। নতুন সিদ্ধান্তে মুশফিক নামছেন চার নম্বরে।

টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত কী ওয়ানডে সিরিজেও বহাল থাকবে? ওয়ানডে সিরিজেও কী উইকেটের পেছনে থাকবেন না মুশফিকুর রহিম?

নিউজিল্যান্ড সফরে এক টেস্ট ও দুটি ওয়ানডেতে মুশফিকের জায়গায় কিপিংয়ে ছিলেন নুরুল হাসান সোহান। কিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও মোটামুটি ভালো করেছিলেন সোহান। সেই সোহান আছেন শ্রীলঙ্কা সফরেও। লিটন কুমার দাশ প্রথম টেস্টে কিপিং করলেও ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। জানা গেছে, ওয়ানডে বা টি-২০ সিরিজে তার একাদশে থাকার সম্ভাবনা নেই।

জানা গেছে, ওয়ানডে সিরিজে উইকেটের পেছনে মুশফিকের থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ওয়ানডেতে তার উপর দল পরিচালনার বাড়তি দায়িত্বটা নেই। তাই চাপও নেই। যে কারণে মুশফিকের উপরই কিপিংয়ের দায়িত্ব বর্তানোর ঢের সম্ভাবনা।

লিটনের ইনজুরির কারণে শততম টেস্টে কিপিং করেন মুশফিক। এই ম্যাচে বেশ ভালো কিপিং করে সমালোচনার জবাব দেন তিনি। উইকেটের পেছনে ক্যাচ ছাড়ার দৃশ্য দেখা যায়নি এ ম্যাচে। কিপিং করেছেন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। কিপিং এবং অধিনায়কত্ব করেও ভালো ব্যাট করেছেন তিনি।

টিম ম্যানেজমেন্টের একটা অংশ অবশ্য ওয়ানডে সিরিজেও মুশফিককে কিপিংয়ের বাইরে রাখার পক্ষে। মুশফিকের ব্যাটিং অর্ডার আরো উপরে এনে সোহানকে দিয়ে কিপিং করানোর পক্ষে তারা।

তবে শেষ পর্যন্ত সোহান নন, উইকেটের পেছনে থাকছেন মুশফিকই। টেস্টে কিপিং ছাড়লেও ওয়ানডে কিংবা টি-২০ সিরিজে উইকেটের পেছনেই থাকতে চান তিনি। জানা গেছে, অধিনায়ক মাশরাফিও চান, সোহান নয় উইকেট কিপিংয়ের দায়িত্বটা আপাতত চালিয়ে যান মুশফিক।

সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে কিপিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন মুশফিকই, ব্যাপারটা একরকম নিশ্চিতই।

(ঢাকাটাইমস/২০মার্চ/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে না খেলার ব্যাখ্যা দিলেন সাকিব

পাকিস্তানে যেতে নারাজ ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে!

পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তেভেজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত গতিমানব উসাইন বোল্ট

বার্সাতেই থাকছেন জাভি!

২৬ এপ্রিল থেকে ক্যাম্প শুরু টাইগারদের, প্রবেশ নিষেধ গণমাধ্যমের

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

এই বিভাগের সব খবর

শিরোনাম :