এভারেস্টে আরোহণ

ভুয়া দাবি রুখতে নেপাল সরকারের নতুন পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০১৭, ১০:২৬

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণের ক্ষেত্রে চলতি বছর থেকে আরোহীদের জন্য নতুন পদ্ধতি চালু করছে নেপাল। এই বছর মাউন্ট এভারেস্টে আরোহণে জিপিএস ট্র্যাকিং ডিভাইস দেবে নেপালের সরকার। এবছরে পরীক্ষামূলকভাবে এই যন্ত্র ব্যবহারে সফলতা আসলে আগামী বছর থেকে এটি পর্বতারোহীদের জন্য বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।

নেপালের পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে বিবিসি-র প্রতিবেদনে বলা হয়। জিপিএস ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে কোনো পর্বতারোহী বিপদে পড়লে তাকে খুঁজে পাওয়া সহজ হবে। একই সঙ্গে এভারেস্টের চূড়ায় না উঠেই অনেকে যে দাবি জানিয়ে থাকেন সেটিও এই যন্ত্র দিয়ে ধরে ফেলা যাবে।

উল্লেখ্য, গত বছর ভারত থেকে যাওয়া দুই পর্বতারোহী মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠার দাবি করেছিলেন। পরে তাদের সেই চূড়ায় ওঠার ছবি ভুয়া ছিল বলে অভিযোগ ওঠে। তাদের দশ বছরের জন্য নেপালে পর্বতারোহণে নিষেধাজ্ঞা দেয় দেশটির কর্তৃপক্ষ।

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ না করেই অনেক পর্বতারোহী এভাবে মিথ্যাচার করেন বলে অনেক দিন ধরেই অভিযোগ রয়েছে। সেটি ঠেকানোর ব্যবস্থা হিসেবেই জিপিএস ট্র্যাকিং ডিভাইস চালুর সিদ্ধান্ত নেয় নেপাল সরকার।

হিমালয়ের বিভিন্ন পর্বতের চুড়ায় ওঠার মূল মৌসুম হলো এপ্রিল ও মে মাস। শত শত পর্বতারোহী প্রতিবছর এই সময় নেপালে পাড়ি জমায়। এবছর মৌসুম শুরুর আগে বহু পর্বতারোহী প্রশিক্ষণ চালানো শুরু করেছেন।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেএস)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :