ব্র্যাকে দুই পদে চাকরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০১৭, ১০:৫৭
অ- অ+

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্প্রতি বিডিজবসে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি দুটি পদে এই জনবল নিয়োগ দেবে। এর মধ্যে ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রেনিং সেন্টার কোঅর্ডিনেটর’ পদে চুক্তিভিত্তিক এবং ‘অফিসার, আইটি’ পদে এই নিয়োগ দেয়া হবে।

ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রেনিং সেন্টার কোঅর্ডিনেটর পদে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিজনেস অপারেশন এবং সেলস বা মার্কেটিং ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ হতে হবে।

অফিসার, আইটি পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি অথবা আইটি বিষয়ে ডিপ্লোমাসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

উভয় পদেই ই-মেইলের মাধ্যমে আবেদন করা যাবে। ই-মেইল করার ঠিকানা ‘[email protected]’। আইটি অফিসার পদে ব্র্যাকের ওয়েবসাইট (bit.ly/2nzOa3X) থেকেও আবেদন করার সুযোগ থাকছে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রেনিং সেন্টার কোঅর্ডিনেটর পদে আবেদন করা যাবে ২৪ মার্চ, ২০১৭ এবং আইটি অফিসার পদে আবেদন করা যাবে ২৬ মার্চ, ২০১৭ পর্যন্ত।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক সুমন
গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে কাউকেই ছাড়া নয়: সারজিস আলম
ঘাটাইলে পাহাড়ি লাল মাটি কাটার দায়ে যুবকের জেল
শহীদদের আত্মত্যাগ জাতি কখনও ভুলবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা