ঠাকুরগাঁওয়ে সাঁওতালদের ভিটে ছাড়ার হুমকি

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৩:৩৮ | প্রকাশিত : ২১ মার্চ ২০১৭, ১১:১৫

প্রভাবশালী একটি মহল ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ী গ্রামের সাঁওতাল সম্প্রদায়ের একটি পরিবারের বসতভিটা ও আবাদি জমি জবর দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংঘবদ্ধ একটি ভূমিদস্যু দলের সন্ত্রাসীদের হুমকিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই সাঁওতাল পল্লীতে। ১৫ দিন ধরে ভুক্তভোগী সাঁওতাল পরিবারগুলো প্রাণের ভয়ে ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছে না। কাজে যেতে না পেরে অনাহারে দিনযাপন করছেন তারা।

জানা গেছে, জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর মৌজার পূর্ব দৌলতপুর খোঁচাবাড়ী গ্রামে বংশ পরম্পরায় সাঁওতাল সম্প্রদায়ের আদিবাসীরা বাস করছে। একটি সংঘবদ্ধ চক্র তাদের উচ্ছেদের জন্য দীর্ঘদিন ধরে অত্যাচার করছে।

এ গ্রামের আন্ধারু কিসকু ও সরকার মুরমু অভিযোগ করে বলেন, ‘যিনি জনগণের রক্ষক, তিনিই এখন অত্যাচারীর কাতারে শামিল হয়েছেন।’ ভুক্তভোগীরা কোনো কূল কিনারা না পেয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন।

জেলা আদিবাসী পরিষদের নেতা সূর্য মুরমু অভিযোগ করে ঢাকাটাইমসকে বলেন, ‘দুর্বলের ওপর সবলের অত্যাচার সব সময়। এটাই এর একটি দৃষ্টান্ত।’ তিনি জানান, খোচাবাড়ী এলাকায় ২০-২৫টি পরিবার ভূমিদুস্যদের আগ্রাসনে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। বাকি পরিবারগুলো এবার উচ্ছেদ করে ভূমিদুস্যরা তাদের জায়গা-জমির ওপর হাত বাড়িয়েছে।

আন্ধারু কিসকু অভিযোগ করে বলেন, ‘সন্ত্রাসীরা আমাদেরকে বাপ-দাদার ভিটায় থাকতে দেবে না। কীভাবে আমরা থাকি? জাল দলিল করে আমাদের উচ্ছেদ করে ভিটেমাটি দখল করতে উঠে পড়ে লেগেছে সন্ত্রাসীরা।’

আন্ধারুর স্ত্রী মার্টিনা হাঁসদা কেঁদে কেঁদে বলেন, ‘আমাদের এলাকার বর্তমান চেয়ারম্যান সরকার দলীয় লোক। তিনিই আমাদের জমিনের ওপরে আসে হুমকি দেন আর বলেন তোমাদের খবর খারাপ করে দেবো।’

এ প্রসঙ্গে জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মাস্টার ঢাকাটাইমসকে বলেন, ‘আমি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেখানে (সাঁওতাল পল্লীতে) গিয়েছিলাম। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা সঠিক নয়।’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি মশিউর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। আদিবাসীদের বিষয়টি আমাদের নজরে আছে। সেখানে পুলিশ টহল দিচ্ছে।’

(ঢাকাটাইমস/২১মার্চ/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :