চট্টগ্রামে ১০ দিনের স্বাধীনতা মেলা শুরু বুধবার

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০১৭, ১১:৩৫

বন্দরনগরী চট্টগ্রামের লালদীঘি মাঠে ১০ দিনব্যাপী স্বাধীনতা মেলা আগামীকাল বুধবার শুরু হবে। চলবে ৩১ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।

আয়োজনে থাকছে মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মুক্তিযোদ্ধাদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা, নাটক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ও মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী।

স্বাধীনতা মেলা পরিষদের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান জানান, স্বাধীনতার সঠিক ইতিহাস সবাইকে জানানো ও তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার বিকাল তিনটায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৫টায় আলোচনা সভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য ফজিলাতুননেছা ইন্দিরা এমপি। সভাপতিত্ব করবেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান। আলোচক থাকবেন চেমন আরা তৈয়ব, হাসিনা মহিউদ্দিন, দিলোয়ারা ইউসুফ, বাসন্তী প্রভা পালিত, আঞ্জুমান আরা আনজি ও শামীমা হারুন লুবনা।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :