নীলফামারী জেলা জামায়াতের সাবেক আমির কারাগারে

নীলফামারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০১৭, ১৭:৩৪

নীলফামারীতে ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর, অগ্নি সংযোগ ও বিস্ফোরণ মামলায় জেলা জামায়াতের সাবেক আমির জলঢাকা আইডিয়াল কলেজের অধ্যক্ষ আজিজুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে তিনি জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়।

জানা যায়, ২০১৪ সালে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জেলার জলঢাকা উপজেলার ব্রাক্ষ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর, অগ্নি সংযোগ, ব্যালট বাক্স ছিনতাই ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার অধ্যক্ষ আজিজুল ইসলামকে একমাত্র আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং- জিআর-০৩/১৪।

পুলিশ দীর্ঘ তদন্ত শেষে গত বছর এ মামলার চার্জশিট দাখিল করে। মামলার অপরাপর সকল আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনে বেরিয়ে এলেও জামায়াত নেতাক খুঁজে পায়নি পুলিশ। দীর্ঘ তিন বছর পর তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।

(ঢাকাটাইমস/২১মার্চ/এসএপি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :