‘বিনিয়োগের সুবিধা গরিবের কাছে পৌঁছাতে হবে’

নিজস্ব প্রতিবেকদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০১৭, ১৮:৪৪

দেশে বিনিয়োগের সুবিধা গরিবের কাছে পৌঁছাতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নের জন্য স্বাস্থ্য, সমাজ এবং পরিবেশগত উন্নয়ন জরুরি। ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টে সুবিধা যেন সমাজের গরিব শ্রেণির কাছে পৌঁছায়, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। আয়ের সামঞ্জস্যতা থাকা দরকার। বিনিয়োগের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ প্রয়োজন।’

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘ব্রিঙ্গিং ইমপ্যাক্ট ইনভেস্টার্স টুগেদার’

শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আয়োজন করেন ‘বিল্ড বাংলাদেশ’।

এসময় উপস্থিত ছিলেন বিল্ড বাংলাদেশের উপদেষ্টা বোর্ড ও ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান। এছাড়াও অংশগ্রহণ করেন বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইউনেসেফসহ আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বক্তারা বলেন, ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের উদ্দেশ্য হলো অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করা। বাংলাদেশের ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের গতিসঞ্চার এবং বস্তুগত পরিবর্তনের জন্য সমষ্টিগত শক্তির বিকল্প নেই। যেখানে একত্রে কাজ করবে বিনিয়োগকারী, উন্নয়নে অংশীদারি প্রতিষ্ঠান, স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, প্রত্যাশিত ইম্প্যাক্ট ইনভেস্টার্স, সরকারি প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা।

(ঢাকাটাইমস/২১মার্চ/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :