‘ভোটারবিহীন একদলীয় নির্বাচন করতে দেয়া হবে না’

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০১৭, ২০:৪০

বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী নির্বাচন হতে হবে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিগগিরই নির্দলীয় নিরপক্ষ সরকারের রূপরেখা জাতির সামনে তুলে ধরবেন। সেই অনুযায়ী আগামী নির্বাচন হতে হবে। এ দেশে আর ভোটারবিহীন একদলীয় নির্বাচন করতে দেওয়া হবে না।

মঙ্গলবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া গ্রামের ওবায়েদ চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত দলের সাবেক মহাসচিব কে এম ওবায়েদুর রহমান স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ওবায়েদ কন্যা ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, সৈয়দ মোদাররেছ আলী ইছা, খন্দকার মাশুকুর রহমান, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।

এর আগে সকালে কে এম ওবায়েদুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, কবর জিয়ারত, কবরে পুষ্পমাল্য অর্পণ, দরিদ্রভোজ,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২১মার্চ/এমআরএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :