এবার টাইগারদের লক্ষ্য ওয়ানডে সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ মার্চ ২০১৭, ২২:১১

টেস্ট সিরিজটা খারাপ যায়নি। স্বাগতিক শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ ড্র করেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজটি শুরু হবে আগামী ২৫ মার্চ। টেস্ট সিরিজে ভালো করার পর এখন ওয়ানডেতে সিরিজ জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগাররা।

ওয়ানডে সিরিজ শুরুর আগে আগামীকাল শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট’স ইলেভেনর বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছেন মাশরাফিরা।

এদিন টাইগার ওপেনার সৌম্য সরকার বলেন, ওয়ানডেতে আমাদের লক্ষ্য সিরিজ জয়। আমরা যদি আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারি তাহলে আশা করি ফলাফল আমাদের পক্ষে থাকবে। আপাতত আমরা এই সিরিজেই মনোযোগ দিচ্ছি। এখানে যদি ভালো কিছু করতে পারি তাহলে সেটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে দিবে।

সম্প্রতি দেখা গেছে সৌম্য সরকার শুরুটা ভালো করলেও লম্বা ইনিংস খেলতে পারছেন না। হাফ সেঞ্চুরি পূর্ণ করলেও তিনি তা সেঞ্চুরিতে রূপ দিতে পারছেন না। এ বিষয়ে সৌম্য সরকার বলেন, বড় ইনিংস হচ্ছে না। নিশ্চয়ই কোথাও কোনও সমস্যা আছে। আসল সমস্যাটা কোথায় সেটি খুঁজে বের করে তা নিয়ে কাজ করতে হবে। যদি বড় ইনিংস খেলতে পারি তাহলে হয়তো আর কেউ কথা বলবে না। বোলিং অনুশীলন করছি। দলের প্রয়োজনে সবদিকেই ভূমিকা রাখতে চাই।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে আগামী ২৫, ২৮ মার্চ ও ১ এপ্রিল। প্রথম দুইটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল তিনটা থেকে। আর শেষ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটা থেকে।

(ঢাকাটাইমস/২১ মার্চ/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুলোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :